মোঃ হারুন অর রশিদঃ চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৮০০ গ্রাম হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৫,রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গতকাল (২১ অক্টোবর ২০২১) ইং তারিখ সন্ধা ৭ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ৪নং বারঘরিয়া ইউনিয়নের (ওয়ার্ড নং-০৪)বাজারস্থ জনৈক রাসেল ফার্মেসীর সামনে অভিযান পরিচালনা করে ১ কেজি ৮০০ গ্রাম হেরোইন সহ মোঃ আঃ আলিম (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কানসাট শিবনারায়নপুর গ্রামের মোঃ ফিটু আলীর ছেলে। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে।