ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে অস্ত্র সহ একজন শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্র্যাব ৫। চাঁপাইনবাবগঞ্জের কানসাট শ্মশান ঘাটের প্রধান ফটক থেকে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী শফিকুল ইসলাম ওরফে কালু (৩৯) কে আটক করেছেন র্র্যাব সদস্যরা। এ সময় তার কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত অস্ত্র ব্যবসায়ী জেলার ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া দুর্গাপুর গ্রামের মোঃ মমতাজ আলীর ছেলে। র্র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানানো হয়, সোমবার (২৫ জানুয়ারী) সন্ধ্যা ৭টার সময় পল্লীবিদ্যুৎ হয়ে কানসাট বাজার যাবার পথে কানসাট শ্মশানঘাটের প্রধান ফটকে একজনের অবস্থান গতিবিধি সন্দেহজনক হলে তার দেহ তল্লাশি করে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় মোঃ শফিকুল ইসলামকে অস্ত্রসহ আটক করে তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।