সোমবার, ২০ মে ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ আম নিতে চায় রাশিয়া-চীন রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের মতবিনিময় বকেয়া ভূমি উন্নয়ন কর ৪৪৮ কোটি টাকা রাজশাহীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সম্মেলন রাজশাহী মহানগরীতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো ফুয়েল’ পাম্পগুলোতে ডিউটি পুলিশের রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশনের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে : জিয়াউর রহমান এমপি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন : ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জেলা নেতৃবৃন্দের চাঁপাইনবাবগঞ্জেলিয়াকত হোসেন স্মরণে আলোচনা সততা সংঘের অসচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি দিচ্ছে দুদক

চাঁপাইনবাবগঞ্জের তিন সাংবাদিক পেলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান

নিজস্ব প্রতিনিধিঃ জুয়েল খান
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১১৯ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক অনুদান পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের তিন সিনিয়র সাংবাদিক। রবিবার চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের চেক বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল শুকরানাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ও জনপ্রতিনিধিবৃন্দ।

 

অনুদানপ্রাপ্ত সাংবাদিকরা হচ্ছেন, দৈনিক ইনকিলাবের মাহবুবুল আলম, দৈনিক আমার সংবাদের আজিজুর রহমান শিশির ও মাছরাঙা টেলিভিশনের ডাবলু কুমার ঘোষ। তিন সাংবাদিককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকার চেক প্রদান করা হয়। এরআগে, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২০১৮ সালে একবার এবং ২০২২ সালে দ্বিতীয়বার ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকার অনুদান পান বিটিভির চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি এমরান ফারুক মাসুম।
চেক বিতরণকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খান বলেন, ‘ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব শ্রেণির মানুষের কল্যাণে কাজ করছেন। সমাজের অনগ্রসর মানুষকে সামনে এগিয়ে নিয়ে আসতে যেমন কাজ করছেন তেমনই অন্য শ্রেণি পেশার মানুষের কল্যাণেও অবদান রাখছেন। প্রতিটি ক্ষেত্রে তিনি তার মানবতার হাত প্রসারিত করেছেন’।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের প্রতি খুবই আন্তরিক উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ‘ সাংবাদিকরা রাষ্ট্রে চতুর্থ স্তম্ভ। দেশ গঠনে তাঁরা অবদান রাখেন। বর্তমান সরকার সাংবাদিকদের জীবনমান উন্নয়নের কথা চিন্তা করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেন। এই ট্রাস্টের মাধ্যমে অসুস্থ সাংবাদিকরা যে সহায়তা পেলেন তা অবশ্যই প্রসংশনীয় ও ধন্যবাদযোগ্য’।
উল্লেখ্য, এরআগে করোনাকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৬ জন সংবাদিককে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com