চাঁপাইনবাবগঞ্জ থেকে নয়ন ঘোষ : শিবগঞ্জের তেলকুপিতে কান কেটে দেয়ার ঘটনার প্রধান অভিযুক্ত ও শীর্ষ ইয়াবা মাদক ব্যবসায়ী শারোওয়ার অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যাক্তির কান কেটেছিল সেই শারোওয়ার অবশেষে পুলিশে হাতে আটক। এলাকা বরাতে জানাযায়, এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ীরা নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধ ভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ যুব সমাজের হাতে মাদক বা নেশাজাতীয় পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে শারোওয়ার সে মাদক মামলার পলাতক আসামি। উপপরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে শিবগঞ্জ থানা পুলিশের একটি টহল দল আনুমানিক রাত ৩টা নাগাদ অপর এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।