অলিউল হক ডলার,নাচোলঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং নেজামপুর শাখার উদ্বোধন হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নেজামপুর বাজার আদর্শ মার্কেট বিসমিল্লাহ এন এন্টারপ্রাইজের আয়োজনে নেজামপুর বাজার আদর্শ মার্কেট চত্বরে ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং নেজামপুর শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রিজিওনাল হেড এন্ড এভিপি ডাচ্-বাংলা ব্যাংক লিঃ এর এজেন্ট ব্যাংকিং ডিভিশন মাহবুব হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল পবিসের সাবেক চেয়ারম্যান ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব খাইরুল আলম, নেজামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হামিদ, নেজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, নেজামপুর বিনোদ বিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম, ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং নাচোল শাখার পরিচালক হারুন আর রশিদ, ইলামিত্র সাংস্কৃতিক একাডেমীর সভাপতি শফিকুল ইসলাম, নেজামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জহরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে ফিতা কেটে ব্যাংকের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেজামপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ।