মোঃ জামিল হোসেন,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের ২টি মৌজা নিমগাছি ও জয়গোবিন্দ মৌজার ডিজিটাল পদ্ধতিতে জরিপের অংশ হিসাবে (২৬ ডিসেম্বর ) শনিবার বেলা ১১টার দিকে দলদলী ইউনিয়নের পোল্লাডাংগা হাটখোলা নামক স্থানে জোনাল সেটেলমেন্ট অফিস রাজশাহীর জোনের অধীন ভোলাহাট সেটেলমেন্ট অফিসের আয়োজনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী জোনাল সেটেলমেন্ট অফিসার ড. সেতারা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,রাজশাহী সেটেলমেন্ট জোনাল অফিসের চার্জ অফিসার তামান্না নাসরিন উর্মি, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন,ভোলাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মেহেদী ইসলাম,ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির,মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন,জেলা পরিষদের সদস্য পিয়ার জাহান, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আঃ কাদের দলদলী ইউপি চেয়ারম্যান আরজেদ আলী ভুটু প্রমূখ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা সেটেলমেন্ট অফিসার মাইনুল ইসলাম।উপজেলা সেটেলমেন্ট অফিসের ডিজিটাল জরিপ সারভেয়ার নজরুর ইসলাম (নিলয়)’ র সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠান টি সঞ্চলনা করেন যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার ।এসময় দলদলী ইউনিয়নের নিমগাছি ও জয়গোবিন্দ মৌজার ভূমির মালিক গন উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে এখানে কোন দালালি বা দুর্নীতি চলবেনা বলে হুসিয়ারী দেন এবং বলেন কোন সমস্যা হলে আমাকে জানাবেন বলে ড. সেতারা বেগম জানান।