মোঃ জামিল হোসেন, ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের সুরান গ্রামে নজরুল মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে আল হেরা ফার্মেসি নামে একটি ওষুধের দোকান পুড়ে গেছে। শুক্রবার রাত ১২টায় গোহালবাড়ী ইউনিয়নের সুরানপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় ফার্মেসিতে থাকা দেশি-বিদেশি ওষুধসহ সার্জিক্যাল যন্ত্রপাতি ও টিভি, ফ্রিজ সামগ্রী পুড়ে গেছে। ভোলাহাটভ ফায়ার সার্ভিসের স্টেশন টিম লিডার মো.মিজানুর রহমান জানান,ভোলাহাটের গোহালবাড়ী ইউনিয়নের সুরানপুর এলাকায় একটি ফার্মেসিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দোকান মালিকের দাবি ক্ষতি প্রায় ২০ লক্ষ টাকা। আল হেরা ফার্মেসির মালিক জানান, তার ফার্মেসিতে থাকা প্রায় প্রায় ২০ লাখ টাকা মূল্যের মালামাল পুড়ে যায়। আমি ফ্রিজের লাইন বিদ্যুৎ এর লাইন বন্ধ করে বাসায় গিয়েছে তারপরও কিভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে বলে দাবি করেন তিনি।