শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হাসান আনু মিঞা গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার দুপুরে চককীর্তি ইউপির ৪নং ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হাসান আনু মিঞা বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আর একবার আমাকে সুযোগ দিয়ে নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করেন। পাশাপাশি ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। এ সময় ওয়ার্ড সদস্য দাউদ আলীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ গণসংযোগে অংশ নেয়।