শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামোটিকরী নতুন বাজার ঈদগাহ মাঠে বিপিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। শুক্রবার বিকেলে বটতলা ফিউচার ক্লাবের উদ্যোগে ফাইনাল খেলার উদ্বোধন করেন মোবারকপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন। এ সময় তিনি বলেন, যুব সমাজ মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে। খেলাধুলা করলে মন ও শরীর দুটোই ভাল থাকে। ফাইনালে শান্তিনগর শেখ রাসেল ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন বটতলা সুপার জ্যান্স ক্রিকেট একাদশ। টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বটতলা ফিউচার ক্লাবের সভাপতি আসবাকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগ নেতা সোহেল রানা ও সুমন আলী। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।