ফয়সাল আজম অপু :চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর মুসা বাজারে রঘুনাথপুর খেলাঘর’ এর আয়োজনে স্বাধীনতা কাপ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) পড়ন্ত বিকেলে আলহাজ্ব আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোবারক ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ কামাল হোসেন, আরও উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা আব্দুল মতিন, মোবারকপুর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি সুমন আলি, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা কমিটির বিঙান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, ওয়ার্ড সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জনি, ইউনিয়ন ছাত্র লীগের সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম রনি, মোবারকপুর ইউপি ওয়ার্ড সদস্য জিয়াউল হক নকশাল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃৃবৃন্দ। অতিথিবৃন্দ টুর্নামেন্ট শেষে উপস্থিত চাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন। উল্লেখ্য ১৫ মার্চ শুরু হয়ে মোট ৬ টি দল অংশগ্রহণ করে আব্বাসবাজার ভলি দল চাম্পিয়ন ও রানার্সআপ হয়েছে রঘুনাথপুর খেলাঘর ভলি দল।