ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমের ব্যবসায় লোকসান হওয়ায় লালচাঁন (৪৭) নামের এক আম ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে তার ঘর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লালচাঁন জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা এলাকার মৃত ঝাটু মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, গত তিন বছর ধরে আমের ব্যবসায় লোকসান হওয়ায় মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন লালচাঁন। এবার চড়া দামে কয়েকটি আম বাগান কিনেছিলেন তিনি। আমের কাঙ্খিত দাম পাননি তিনি। মানসিক চাপ সামাল দিতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।