চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম কুড়াতে গিয়ে সাপের কামড়ে গৃহিনীর মৃত্যু
রিপোর্টারের নাম
আপডেট টাইম :
রবিবার, ২০ জুন, ২০২১
২৩০
বার পঠিত
ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ আম কুড়াতে গিয়ে সাপের কামড়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামাভান্ডার গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী শেফালী বেগম (৩৫) নামে এক গৃহিনীর মৃত্যু হয়েছে। (১৯জুন) শনিবার দুপুরে শিবগঞ্জ সরকারী হাসপতালে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ির পাশ্ববর্তী আম বাগানে আম কুড়াতে গেলে এসময় অজ্ঞাত বিষধর সাপ তাকে দংশন করে। সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্বত্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।