ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখার আভিধানিক দল ২১শে জুন রাত আনুমানিক সোয়া ৮ টার সময় বিপুল পরিমাণ ভারতীয় জাল রুপি সহ মোঃ আঃ বারিক ওরফে তুহিন (২১) কে হাতেনাতে আটক করেন। মোঃ আব্দুল বারী ওরফে তুহিন শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখার দেয়া তথ্যমতে মোঃ আব্দুল বারিক ওরফে তুহিনকে ২১শে জুন রাত আনুমানিক সোয়া ৮ ঘটিকায় সোনামসজিদ স্থলবন্দরের ৫ নং গেটের সামনে থেকে ১ লক্ষ ৫০ হাজার ভারতীয় জাল রুপি সহ আটক করা হয় । সে দীর্ঘদিন থেকে জাল রুপিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। শিবগঞ্জ থানায় তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।