ফয়সাল আজম অপু : পুলিশে কর্মরত এবং অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মোট ৬০জনকে সংবর্ধনা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টায় পুলিশ লাইন্সে;অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম খানের সঞ্চালনায়,পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিবের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বক্তব রাখেন;বীর মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত কন্সটেবল আঃহাকিম,বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত এসআই আলাউদ্দিন,বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত কন্সটেবল আবুল হোসেন,বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত এসআই নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন;অতিরিক্ত পুলিশ সুপার ফজলে ই-খুদা,বীর মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান,বীর মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত পুলিশ পরিদর্শক এনামুল হক,সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা বক্তারা বলেন;দীর্ঘ ৯মাস যুদ্ধ করে আমরা পাকহানাদার বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছি বাংলাদেশ।একসাথে যুদ্ধ করেছি তারপরেও আছে মুক্তাযোদ্ধাদের আছে মধ্যে বৈষম্য।আমরা বিজয় এনেছি বৈষম্য দূর করে একসাথে এলযোগে ভ্রাতৃত্ব আন্তরিকতা বজায় রেখে জীবন গড়ার মূল অঙ্গিকার ছিলো স্বাধিনতার।তাই সরকারকে বলবো যাতে সরকারী ভাবে সকল মুক্তিযোদ্ধাদের এক নজরে দেখা হয়।