মোঃ হারুন অর রশিদঃ চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলি সহ এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত কাল(২৬ সেপ্টেম্বর ২০২১) তারিখ রাত ৮ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ১৬নং বহলাবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বহলাবাড়ী গ্রামস্থ জনৈক নিরেন সাহা এর বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে, ১ টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি সহ মোঃ আমিরুল ইসলাম (৪০) নামে এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। আটক অস্ত্র ব্যবসায়ী জেলার সদর থানাধীন ৬ নং রাণীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর গ্রামের মোঃ এনারুল হকের ছেলে। আটক অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।