বিডি ঢাকা স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিবরামপুর সীমান্তে ১৬ বিজিবির হাতে আটক এক ভারতীয় নাগরিক বারীন্দ্র রজব শিং (৫৫) কে কারাগারে পাঠানো হয়েছে। আটক বারীন্দ্র রজব শিং পশ্চিমবঙ্গের মালদহ জেলার বেরভাঙ্গা থানার বালারা গ্রামের রমেশ শিংয়ের ছেলে। রোববার (১৭ এপ্রিল) দিবাগত রাতে ওই সীমান্তের ২০৫/৫ আর পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে বিএসএফকে আবগত করার পরেও সাড়া না দেয়ায়, সোমবার (১৮ এপ্রিল) গোমস্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে ১৬ বিজিবি। ১৬ বিজিবির অধিনস্ত বাঙ্গাবাড়ী বিওপি কমান্ডার নায়েব সুবেদার টিপু সুলতান জানান, সীমান্ত এলাকা থেকে রজব শিং নামের একজনকে আটক করা হয়। এ বিষয়ে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফকে জানালেও তারা কোন সাড়া দেয় নি। সোমবার (১৮ এপ্রিল) তাকে গোমস্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলিপ কুমার দাস জানান, বিজিবি এক ভারতীয় নাগরিকে থানা পুলিশের হাতে হস্তান্তর করেন। আইনানুগ ব্যবস্থা শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।