ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের সদর সহ ৫ উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) বেলা ১১ টার দিকে সদর উপজেলার জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে মহাপরিচালকের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। সদর সহ ৫ উপজেলায় ৫০ জন করে মোট ২৫০ জন মহিলা, পূরুষ আনসার ও ভিডিপি সদস্যের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার হিসাবে চাল, মসুর ডাল, ভোজ্য তেল, পেয়াজ ও আলু বিতরণ করা হয়। জেলা আনসার ও ভিডিপির কমান্ডডেন্ট অফিসার রুবায়েত বিন সালাম সদর উপজেলায়, ও ভোলাহাট, শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি অফিসারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিজ উপজেলার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গন। এসময় জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার, রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।