বিডি ঢাকা স্টাফ রিপোর্টার:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার হলরুমে আম বাংলা ডট কম ওয়েবসাইট এর উদ্ধোধন করা হয়েছে।
বুধবার ( ১৫ ডিসেম্বর ) সকাল ১১ টায় সুইজারল্যান্ড ভিত্তিক বেসরকারি সংস্থা সুইচ কন্টাক্ট প্রবৃদ্ধি প্রকল্পের আওতায় এর উদ্বোধন করা হয়েছে।
এসময় বক্তারা আম উৎপাদন ও অনলাইনে বাজারজাত নিয়ে আলোচনা করেন।সেসাথে এ ওয়েবসাইট থেকে প্রচারিত বিজ্ঞাপন দেখে ক্রেতারা যেন না প্রতারিত হন সে বিষয়টি নিশ্চিত করার অাহবান জানােনা হয়।
আলোচনাসভায় শিবগঞ্জ পৌরসভা মেয়র মনিরুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার সাকিব আল রাব্বি, উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম।
এ সময় আমচাষী সহ অনলাইনে আম ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন ।