নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় ১ মার্চ থেকে ১০ জুন বৃহস্পতিবার পর্যন্ত নতুন করে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৬৮ জন। যার ভেতরে সদরে ১৬ জন, শিবগঞ্জে ৮জন, গোমস্তাপুরে ৩৬ জন, নাচোলে ৭ ও ভোলাহাটে ১ জন আক্রান্ত হয়েছে। চাঁপাইনাববগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্র এ সব তথ্য নিশ্চিত করেছেন। এর ভেতর র্যাপিড এন্টিজেন টেস্টে ৩৬ জন ও আরটিপিসিআর ল্যাবে ২৯ জন ও জিন এক্সপার্ট টেস্টে ৩ জন আক্রান্ত হন। জানাগেছে, এখন পর্যন্ত সদর উপজেলায় ৩২ জন মারা গেছে। শিবগঞ্জ উপজেলায় ২১ জন ও গোমস্তাপুরে ৩ জন মারা গেছে। এ ছাড়াও নাচোলে ৪ জন ও ভোলাহাট উপজেলায় ২ জন মারা যায়। মেট জেলায় ৬২ জন মারা গেছে। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১ হাজার ৮০০ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয় ৩৩৬ জন। এর ভেতর সদরে সুস্থ হয়েছে ২৩৫ জন। শিবগঞ্জে ৫৪ জন, নাচোলে ৩৯ ও ভোলাহাট উপজেলায় ৮ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে ৫৭ জন পজিটিভ চিকিৎসাধীন আছেন। আর ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৮ জন। আর চিকিৎসা সেবা নিয়েছেন ৩৯৮ জন রোগী। ছাড়পত্র ২৪ ঘন্টায় পেয়েছেন ৩ জন। এ হাসপাতালে ৩৪২ জন এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘন্টায় করোনা নমুনা পরীক্ষায় আরটিপিসিআর ল্যাবে ৩৯.১৮%, র্যাপিড এন্টিজেন টেস্টে ০.৮.৫৭% ও জিনএক্সপার্ট টেস্টে ৩৩.৩৩% হয়েছে। সনাক্তের মোট গড় দাঁড়ায় ১৩.৫১ পারসেন্ট।