ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে গোপনে বাল্যবিয়ের অপরাধে বর-কনের বাবা-মাকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলায় গোপনে বিয়ে দেয়ার সময় তা বন্ধ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদন্ডের আদেশ দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার। এসময় পৌর এলাকার শিবতলা মহল্লার কনে মোসা. টুকটুকির মা ও মোসা. আশরাফুল ইসলামের স্ত্রী মোসা. নূর নেসা বেগমকে ১ বছর কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের বর মো. সোহেলের বাবা মো. আশরাফকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করেছেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. তসিকুল ইসলাম। তিনি জানান, গত ২ ডিসেম্বর রাজশাহী জজ কোর্টের আইনজীবী আতিকুজ্জামান পরাগ সাক্ষরিত এভিডেভিডের মাধ্যমে বিয়ে হয় অপ্রাপ্ত বয়স্ক টুকটুকি ও ২য় বার বিয়ে করতে আসা বর সোহেলের। আগের বউ রেখে আবারও বিয়ে করতে আসলে প্রথম বউয়ের তথ্যের ভিত্তিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাল্যবিয়ের ৯০ হাজার ৫৫১ টাকা দেনমোহর করা হয়েছিল উল্লেখ করে ওয়ার্ড কাউন্সিলর আরও জানান, আগেরটিও বাল্যবিয়ে করেছিলো সোহেল।