মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ১২ জন ৪১ তম বিসিএস ক্যাডার কর্মকর্তাকে শুভেচ্ছা জানাল বিসিক জেলা কার্যালয়। চাঁপাইনবাবগঞ্জে শেষ হয়েছে কমিউনিটি বেজ স্কাউট সমাবেশ সাংস্কৃতিক সংগঠক ও সংস্কৃতিকর্মীদের মতবিনিময় শিল্পকলাকে জনবান্ধব করার আহ্বান মহাপরিচালকের চিনের ‘হাওয়াই শক্তি’ বৃদ্ধিতে আতঙ্কে আমেরিকা লেবাননে জব্দ রাশিয়ার তৈরি অস্ত্র ইউক্রেনে পাঠানোর কথা ভাবছে ইসরাইল অ্যাম্বুলেন্স ওভারটেক করতে গিয়ে ট্রাক চাপায় তরুণের মৃত্যু শীতে পেঁয়াজ কলি খাচ্ছেন তো? আমের মুকুল রক্ষার সহজ উপায় জেনে রাখুন হালুয়াঘাটে ভেকু দিয়ে মাটি কাটার মহোৎসব আমাদের স্বার্থকে অক্ষুণ রেখে তারা যাতে কাজ করে সেটা নিশ্চিত করব

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বীমা দিবস উদযাপিত হয়েছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৮৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বীমা দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার জেলা সদর, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
নিজস্ব প্রতিবেদক : জাতীয় বীমা দিবস উপলক্ষে র‌্যালি, উদ্বুদ্ধকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও। এসময় আরো উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সহকারী কমিশনার আমিনুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স চাঁপাইনবাবগঞ্জের ভাইস প্রেসিডেন্ট মো. আলমগীর হোসেন, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ম্যানেজার মো. আশরাফুল আলম সিদ্দিকী, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জেলা প্রতিনিধি মফিজুল ইসলাম, মেটলাইফ ইন্স্যুরেন্সের ব্র্যাঞ্চ ম্যানেজার আলামিন সহ জেলার বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তা, বীমা গ্রহীতা সহ অন্যরা।
পরে রচনা প্রতিযোগিতায় ক ও খ বিভাগে ৭ জনকে পুরস্কৃত করা হয়। শেষে ১ জনকে ৩ লাখ ৫৫ হাজার টাকার বীমা চেক প্রদান করা হয়।
গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় বীমা দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। প্রধান অতিথির বক্তব্য দেন–উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। সূচনা বক্তব্য দেন- জীবন বীমা করপোরেশনের রহনপুর শাখার ব্যবস্থাপক মজিবুর রহমান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের শাখা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল ইমাম।
সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।
নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় জাতীয় বীমা দিবস উদ্যাপিত হয়েছে। নাচোল উপজেলা প্রশাসন এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।
জাতীয় বীমা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন উপস্থিত বিভিন্ন বীমা কোম্পানির প্রতিনিধিরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী ইউসুফ আলী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com