বিডি ঢাকা ডট কম নিউজঃ প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার সকালে জেলা শহরের আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে এই ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ শাখার ম্যানেজার অপারেশন আবু সাদাত মোঃ শিহাব। চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি আব্দুল হান্নান, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোখসানা আহমেদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর শেখ ফরিদ সায়েম, ক্রীড়া সংগঠক এক কোরাইশি মিলু, মোঃ বদিউজ্জামাল বুধুসহ অন্যান্যরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনায় ও জেলা ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায় প্রতিযোগিতায় মোট ৬ টি স্কুল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন স্কুল) বনাম গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়। খেলা পরিচালনা করেন মোঃ হামিদুল ইসলাম বাবু ও আব্দুর রউফ।