ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও একটি হিরো ডিলাক্স মোটর সাইকেলসহ মোঃ মেহেদী হাসান বাবু (২৬) নামে ১জনকে আটক করা হয়েছে এবং মোঃ মমিনুল ইসলাম (২২) নামে একজন পলাতক রয়েছে। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার গিধনী পাড়ার মোঃ আতাউর রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান বাবু (২৬) এবং নরেন্দ্রপুর সুজনপাড়া মোঃ মন্টু রহমানের ছেলে মোঃ মমিনুল ইসলাম (২২) পলাতক রয়েছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এসআই আসগার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে চরবাগডাঙ্গা বাজার ঈদগাঁ মাঠে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইন ও একটি হিরো ডিলাক্স মোটরসাইকেল সহ ১জনকে হাতেনাতে আটক করে ও ১জন পলাতক রয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় সদর মডেল থানায় ২জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।