ফয়সাল আজম অপু: প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন, অসহায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার (১২ জানুয়ারী) সকালে জেলা শহরের সন্ধ্যা কমিউনিটি সেন্টারের পাশে লাইট হাউস কার্যালয়ে এসব বিতরণ করা হয়। আইসিডিডিআরবি এবং জার্মান ডক্টরস’র আর্থিক সহায়তায় জেলার একশ জন হিজড়ার মাঝে খাদ্যসামগ্রী দেয়া হয়। খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডিআইসি ম্যানেজার মো. সালাহ উদ্দিন জুয়েল, মেডিক্যাল এ্যাসিসট্যান্ট রাসেল সরদার, সুপারভাইজার মো. সাজিদুর রহমান এবং হিজড়া নেত্রী ববিতা হিজড়া। এসময় হিজড়া জনগোষ্ঠীর মাঝে ৩০ দিনের খাদ্য সহায়তা হিসাবে প্রত্যেক হিজড়া ও এমএসডব্লিও’র প্রত্যেককে ১২ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি করে লবন, সয়াবিন তেল ও পে্য়াজ বিতরণ করা হয়।