শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় ইউপি সদস্যসহ গ্রেফতার ৩

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৭০ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম গাছের শুকনো ডাল ভাঙাকে কেন্দ্রে মানুয়ারা বেগম (৪০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হচ্ছেন- উপজেলার মোবারকপুর গ্রামের কালুর ছেলে ইউপি সদস্য সবুজ আলী ওরফে সুজন আলী (৩০), মোবারকপুর উপরটোলার সলেমান আলী ছেলে পলাশ (২৮) ও একই গ্রামের আসাদুল হকের স্ত্রী ইমা খাতুন (২২)। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। নিহত নারী উপজেলার মোবারকপুর ইউনিয়নের বাগবাড়ি উপরটোলা গ্রামের বাইদুল ইসলামের স্ত্রী। এর আগে নিহত স্বামী বাইদুল ইসলাম বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৪৬, তারিখ ২৯-০৬-২২ইং। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আবদুল মালেক জানান, নিহত ঘটনায় মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে বাড়ির পেছনের একটি আম বাগানে গাছের শুকনো ডাল ভাঙছিলেন। এ নিয়ে পাশ্ববর্তী সলেমান মন্ডলের পরিবারের সদস্যদের সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে মানুয়ারা বেগম বাঁধা দিতে গেলে তাকে পিটিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com