স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পর্ণগ্রাফি সংরক্ষন ও হস্তান্তরের অপরাধে ৬জনকে এবং ফেন্সিডিল ও হেরোইনসহ ২ জন এবং ১জন সাজাপ্রাপ্ত আসামীসহ মোট ৯ কে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শনিবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের টিকরী বাজার এলাকা হতে পর্ণগ্রাফি সংরক্ষন ও বিক্রয়ের অপরাধে ৬ কম্পিউটার ব্যবসায়ীকে আটক করে র্যাব-৫। এসময় কম্পিউটার মনিটর ৭টি, সিপিইউ ৭টি, কি-বোর্ড ৭টি, মাইস ৭টি, হার্ডডিস্ক ৭টি, কম্পিউটার ক্যাবল ২০টি, কার্ড রিডার ২৫টি, মোবাইল সেট ৭টিসহ অন্যান্য ডিভাইস জব্দ করা হয়েছে। আটক কম্পিউটার ব্যবসায়ী হলো-টিকরী গ্রামের মোঃ আরশাদ আলী কালুর ছেলে মোঃ লিটন আলী (২৮), কালীচক গ্রামের নজরুল ইসলামের ছেলে মোঃ সারিকুল ইসলাম (৩৫), নামোটিকরী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বাইতুল ইসলাম (৩৯), লক্ষীপুর গ্রামের আল আমিনের ছেলে আহসান হাবিব (৪৪), মোবারকপুর গ্রামের মাহিদুর রহমানের ছেলে মোঃ মিজানুর রহমান (৩০) ও কালীচক গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোঃ আলম আলী (২৩)। আটককৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের সোলেমান ডিগ্রী কলেজের সামনে হতে সদর উপজেলার আলীনগর আদর্শ পাড়ার মৃত তোজাম্মেল হকের ছেলে মোঃ জসিম উদ্দীনকে (২১) ২৭ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল এবং মোবাইলটি জব্দ করা হয়েছে। জসিমকে আসামী করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। পৃথক পৃথক ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৫। এছাড়া, ১২ ডিসেম্বর বেলা সোয়া ১১টার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ার একটি আমবাগানে কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলী এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩’শ গ্রাম হেরোইনসহ একই এলাকার মোঃ ফাইজুদ্দিনের ছেলে মোঃ মুশফিকুর রহমান @ অমিত হাসান (১৯)কে গ্রেফতার করে। অন্যদিকে, অপর এক অভিযানে রবিবার বেলা সোয়া ১২টার দিকে সদর উপজেলার রেলস্টেশন কলাপট্টি হতে পলাতক আসামী হুজরাপুর মহল্লার মৃত আব্দুল খালেক শেখ এর ছেলে মোঃ তাজেল শেখকে (৭২) আটক করা হয়। পলাতক আসামী তাজেন মাদকদ্রব্য আইনের সাজাপ্রাপ্ত আসামী ছিলো। মামলা নং-১১ তারিখ ৫ অক্টোবর ২০১৭। অভিযানটি পরিচালনা করেন কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলী।