ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের কঠোর অবস্থানের কারনে খুব কঠোর ভাবেই লক ডাউন চলছে। পহেলা রমজান ও পহেলা বৈশাখের ১ম দিন শহরের সেন্টু মার্কেট, ক্লাব সুপার মার্কেট, নিউ মার্কেট, স্টেডিয়াম মার্কেট সহ সকল দোকান বন্ধ থাকতে দেখা যায়। বুধবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বিশ্বরোড, শান্তিমোড়, অক্টয় মোড়, ফায়ার সার্ভিস মোড়, নয়াগোলা, শিবতলা মোড়, সিসিডিবি মোড়, সোনার মোড় এলাকায় হাতে গোনা কয়েকটা রিক্সা ছাড়া সব বন্ধ থাকতে দেখা যায়। শহরের প্রতিটি অলি- গলি, পাড়া, মহল্লার শুনশান নীরবতা লক্ষ্য করার মতো। বেলা ১১ টার দিকে পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব বিপিএম পিপিএম (বার) নিজেই শহরের বিভিন্ন পয়েন্টে ছুটে যান, তদারকি করেন এবং পুলিশ সদস্যদের গঠনমূলক নির্দেশনা প্রদান করেন। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ দাড়িয়ে কঠোর ভাবে দায়িত্ব পালন করতে দেখা যায়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের গাড়ি রাস্তায় টহল দিতে দেখা যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত জেলা প্রশাসন ও পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনের নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা ছিলো কঠোর অবস্থানে।