ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ এর পৃথক তিনটি অভিযানে ১১ জুয়াড়ীসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত পৌনে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদয়ন মোড়স্থ বাংলাদেশ অটো ও অটো রিক্সা শ্রমিকলীগ অফিস হতে ৫ জন জুয়াড়ীকে এবং রাত পৌনে ১১ টার সময় শিবগঞ্জ উপজেলার লয়ালাভাঙ্গা গাইনপাড়া হতে ৬ জুয়াড়ীকে আটক করে র্যাব। অপর এক অভিযানে রাত ৯টার দিকে শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ ক্যাপড়াটোলা গ্রাম হতে ৫ বোতল বিদেশী মদসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শনিবার দিবাগত রাত ১ টায় পাঠানো এক প্রেসনোটে র্যাব জানায়, শনিবার রাত পৌনে ১১টায় স্কোয়াড সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলীর নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার লয়ালাভাঙ্গা গ্রাম হতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৭ হাজার ৩৮০ টাকাসহ লয়ালাভাঙ্গা গুনগুনিপাড়া গ্রামের জেনারুল ইসলাম (৫০), মোঃ সাহেব, মোঃ তুফান আলী (৩০), মোঃ মাসুম আলী (২৫), মোঃ নশের আলী (৪৫), মোঃ মাজিদুল হক (৩০)কে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত ৪টি মোবাইল সেট জব্দ করা হয়। একই রাত ৯টার দিকে ওই আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ক্যাপড়াটোলা গ্রামের একটি আম বাগানে অভিযান চালিয়ে ৫ বোতল বিদেশী মদ, ১টি মোবাইল সেট ও নগদ ৯ হাজার টাকাসহ শিবগঞ্জ উপজেলার রসুনচক পিরানটোলা গ্রামের মোঃ নাজমুল হকের ছেলে মোঃ শাহাদাত হোসেন (১৯) কে আটক করে। শনিবার রাত পৌনে ৯টার দিকে কোম্পানী কমান্ডার পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদয়ন মোড়স্থ বাংলাদেশ অটো ও অটো রিক্সা শ্রমিক লীগ অফিস হতে জুয়া খেলার অপরাধে হুজরাপুরের মোঃ রাশেদুল ইসলাম সুজন (২৭), জিয়ানগরের মোঃ মাসুম (২৫), পাঠানপাড়ার মোঃ সাব্বির হোসেন (৩৪), জিয়ানগরের মোঃ সাদ্দাম হোসেন (২৭) ও হুজরাপুর কাজিপাড়ার মোঃ সাজু ইসলাম (২৮)কে আটক করে। এসময় তাদের নিকট হতে ২সেট তাস, মোবাইল ৫টি ও নগদ ২ হাজার ৬০০টাকা জব্দ করা হয়। এসব ঘটনায় শিবগঞ্জ থানায় ২টি ও সদর মডেল থানায় ১টি নিয়মিত মামলা করা হয়েছে ।