চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু মুক্তমঞ্চ অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার সকালে জাতীয় শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। জেলা আওয়ামীলীগ কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক লীগ। বুধবার সকালে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এ বিক্ষোভ সমাবেশ করে জেলা শ্রমিক লীগ। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, জাতীয় শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম রানা। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য আবু সুফিয়ান, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি তুলেজুল ইসলাম, সহ-সভাপতি মঞ্জুরুল হক, শিবগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি তৌহিদুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক মো. মানিক, জেলা জাতীয় শ্রমিক লীগের ত্রান বিষয়ক সম্পাদক সুমনসহ শ্রমিক নেতারা। উল্লেখ্য, গত রবিবার জুতা পায়ে দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি থাকা বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সমাবেশ করে বিএনপি। এনিয়ে আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গত কয়েকদিন থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করছে।