ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বুধবার (৪ জুলাই) বজ্রপাতে ঘটে যাওয়া মর্মান্তিক দূর্ঘটনায় ১৭জনের প্রানহানি ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকার্ত পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎ করে সমবেদনা প্রকাশ করেন গণমানুষের নেতা চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান নূরুল ইসলাম বুলবুল। তিনি এসময় নিহত ও আহতদের দেখতে যান এবং নিহত ১৭ জনের প্রত্যেকের পরিবারকে নগদ ৫০ ,হাজার টাকা এবং আহত প্রত্যেক পরিবারকে ১০ হাজার করে টাকা সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব নূরুল ইসলাম বুলবুল সংগঠনের পক্ষ থেকে এই টাকা তুলে দেন। সাথে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জোনের সহকারী পরিচালক ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা আমীর মাওলানা আবুজার গিফারী ও জেলা সেক্রেটারি আবু বকর সিদ্দিক। আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুখলেসুর রহমান, শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।