নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ মার্শাল আর্ট স্পোর্টস স্কুল নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয় ব্রাঞ্চের ছাত্র-ছাত্রীদের কিউ/ড্যান ও সেলফ ডিফেন্স সনদ বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার বিকালে বাংলাদেশ মার্শাল আর্ট স্পোর্টস স্কুলের সহযোগিতায় এবং বাংলাদেশ মার্শাল আর্ট স্পোর্টস স্কুল নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয় শাখার আয়োজনে স্কুল প্রাঙ্গনে ছাত্র-ছাত্রীদের কিউ/ড্যান ও সেলফ ডিফেন্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে সনদ বিতরণী সভা বাংলাদেশ মার্শাল আর্ট স্পোর্টস স্কুল নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয় শাখার সিনিয়র সহ-সভাপতি ও সহকারি প্রধান শিক্ষক মোঃ মার্শাল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবির, সোতোকান কারাতে-দো স্পোর্টস এ্যাসোসিয়েশনের সভাপতি শিহান এইচ. এম. এন. সি. রানা, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হানান রঞ্জু প্রমুখ।
শেষে ছাত্র-ছাত্রীদের কিউ/ড্যান ও সেলফ ডিফেন্স প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
বিভিন্ন প্রতিযোগিতায় নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয় শাখার ১০৯ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।