বিডি ঢাকা অনলাইন ডেস্ক
বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ এই শ্লোগানে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সমকাল সুহৃদ সমাবেশ এবং বাংলাদেশ ফিড্রম ফাউন্ডেশনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে জেলার ৮টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্রাণবন্ত এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ বিতর্ক প্রতিযোগিতায় নাচোল উপজেলার এশিয়ান স্কুল চ্যাম্পিয়ন ও শিবগঞ্জ সরকারী মডেল হাই স্কুল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। আর এশিয়ান স্কুল থেকে েেশ্রষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন রুবাইদা প্রিয়তি।
এতে হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ সরকারী মডেল হাই স্কুল, এশিয়ান স্কুল, নাচোল উপজেলা স্কুল, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়,রহনপুর আহম্মদী বেগম সরকারী উচ্চ বিদ্যালয়, ফ্রিডম স্কুল এ্যান্ড কলেজ সহ ৮ টি বিদ্যালয় অংশ নেয়।
সমকালের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি এ কে এস রোকনের সভাপতিত্বে সকালে চাঁপাইনবাবগঞ্জ -১(শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল এই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, সদর থানার ওসি আলমগীর জাহান,জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সুহৃদ সমাবেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি মুনিরুজ্জামান মনির, সাধারন সম্পাদক মুনজের আলম মানিক , চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আনোয়ার হাসানসহ গণ্যমান্য ব্যক্তিগণ।পরে বিজয়ীদের মধ্যে ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা।
চাঁপাইনবাবগঞ্জ স্বাধীন সাহিত্য পরিষদের সভাপতি কবি এনামুল হক তুফান,নামোশংকরবাটি কলেজের শিক্ষক ও জেলা শিল্পকলা একাডেমির সদস্য গোলাম ফারুক মিঠুন ,শাহনেয়ামউল্লাহ কলেজের শিক্ষক আনোয়ার হোসেন, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল এবং আনন্দ রায় চৌধুরি বিচারকের দায়িত্ব পালন করেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও মর্ডারেটরের দায়িত্ব পালন করেন সুহৃদ সমাবেশের সাধারন সম্পাদক মুনজের আলম মানিক এবং সুহৃত আজিজা কায়সার।। এ ছাড়া সমকাল সূহৃদ সমাবেশের জেলা কমিটির এস এম আল আমিন জুয়েল, আহম্মেদ বিপ্লব, রাসেল হোসেন, শাকিল রেজা,রুবেল আলী মন্ডল,আব্দুল মজিদ,আহম্মেদ বিপ্লব সার্বিক সহযোগিতা করেন।