বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়েছে। সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রুট অফ লাইফ বা জীবনের মূল এর আয়োজনে সোমবার (০৬ মার্চ) দিনব্যাপী এই রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এতে জেলা শহরের রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যলয়ের ৪৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ল্যাব ওয়ান মেডিকেল সেন্টারের সহযোগিতায় অনুষ্ঠিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল ইসলাম তৌহিদ। সংগঠনের অ্যাডমিন সাদিয়া খাতুন ও নাজমীন আক্তার সুরাইয়ার সার্বিক সহযোগিতায় কর্মসূচিতে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..