রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদের নেতৃত্বে,গতকাল (৮ আগষ্ট২০২১)ইং তারিখ রাত্রি ০৯.০০ ঘটিকায় জেলার শিবগঞ্জ থানাধীন ৮নং বিনোদপুর ইউনিয়নের একবরপুর পাঁকাটোলা গ্রামস্থ মনাকষা বাজার হইতে কালীগঞ্জ গামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৮,৪২৮ (আট হাজার চারশত আটাশ) পিচ ইয়াবা ট্যাবলেট, সহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ ওয়াসিম (১৯) কে হাতেনাতে আটক করে।আটক ব্যক্তি জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের জগন্নাথপুর ডাগাটোলা গ্রামের মোঃ সামায়ুন ইসলাম ওরফে বিয়ন এর ছেলে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।