নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের এক বার্তায় জানা গেছে,গতকাল (২০ জানুয়ারি ) ২১.২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন জামতলা তিনপুকুর গ্রামে আসামীদের বাথানঘরে অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো সদর থানাধীন মহারাজপুর হাজিপাড়া গ্রামের মৃত সাজ্জাদ মন্ডলের ছেলে মোঃ সোলেমান মন্ডল (৫৯) একই গ্রামের মৃত ইসলামের ছেলে মোঃ নজরুল ইসলাম (৬০)। উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।