বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে পবিত্র মাহে রমজানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জেলা সদরে পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আয়োজিত বার্ষিক সাধারণ সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য দেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবু শাহীন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রক্তরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম মুর্শেদ জামান মিঞা।
উপস্থিত ছিলেন ডা. জাহাঙ্গীর আলম, ডা. এ এস এম আবদুল্লাহসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লিনিকের প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম সাঈদ।
ইফতারির পূর্বে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলকে সংবর্ধনা প্রদান করা হয়।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন জাপা নাচোল পৌর শাখার সভাপতি হাফিজুর রহমান। মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম- আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ। অতিথি ছিলেন নাচোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা সাদিকুল ইসলাম, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ময়েন উদ্দিন, শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রফেসর আফজাল হোসেন, নাচোল উপজেলা শাখার সাবেক সভাপতি আজগার আলী, নাচোল উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, রহনপুর পৌর শাখার সাধারণ সম্পাদক আমির আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাচোল পৌর শাখার সাধারণ সম্পাদক দুরুল হুদা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক ও নাচোল পৌর শাখার সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম শাহীন, যুবনেতা মোহাম্মদ আলী ও হযরত আলীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড জাতীয় পার্টিসহ তার সহযোগী সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।