ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে সদর মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর ঝুড়িপারর আতাউর রহমানের ছেলে জসিম (৩০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর বুদনতি পাড়ার কুতুবুল আলমের ছেলে আব্দুল আহাদ ওরফে হৃদয় (হৃদয়)। জানাগেছে, এসআই আবু হাসানের নেতৃত্বে সদর মডেল থানা পুলিশের একটি দল সোমবার (১০ মে) সকাল ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের প্রবেশ দ্বার দ্বারিয়াপুর চেকপোস্টে ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি হাইস মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ব্যাগে রাখা ২ কেজি গাঁজাসহ হৃদয় ও জসিমকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।