বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে রিটেইলারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রোমোটিং এগ্রিকালচারাল কমার্সিয়েলাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজেস (পেস) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে জেলার সদর উপজেলার গোবরাতলায় প্রয়াস এগ্রো কারখানায় আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র পেস প্রকল্পের ভ্যালুচেইন প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ নূর আলম।
ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে আম ও অন্যান্য ফল শুষ্ককরণ ও বাজারজাতকরণ এবং প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন শীর্ষক ভ্যালুচেইন উপ-প্রকল্পের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- প্রয়াসের পেস প্রকল্পের ফোকাল পার্সন ও কনিষ্ঠ সহকারী পরিচালক মু তাকিউর রহমান, সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ জহুরুল ইসলাম, পেস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রাজু আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র অফিসার আবু শালেক, অফিসার শাহরিয়ার শিমুল, মাইনুল ইসলাম, মজিবুর রহমান, জুনিয়র অফিসার মোমেনা ফেরদৌসসহ অন্যরা।