নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। র্যাব-৫,সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল (১৪ নভেম্বর ) রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলীর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহারাজপুর মেলার মোড় এলাকায় জনৈক সাইদুরের পুকুরের সামনে অভিযান চালিয়ে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়কে আটক করে। আটককৃতরা হলো, জেলার শিবগঞ্জ থানাধীন বালুটুঙ্গী এলাকার মোঃ বাবলুর ছেলে মোঃ রাকিব(২০) ও একই থানাধীন দাদনচক গ্রামের সেলিমের ছেলে মোঃ সুমন (২০)। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।