ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে বার বার শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে মৃত্যুর মিছিল বাড়ছে। আবারও ২০ মে বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নে বজ্রপাতে নিহতের ঘটনা ঘটেছে। মৃত কৃষক একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে জালাল উদ্দিন (৩৭)। মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মোবারকপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামের পাশে বিল থেকে ধান কেটে বাড়ি ফেরার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই জালালের মৃত্যু হয়। চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা জুড়ে ঝড় হওয়া শেষে বেশ ভারি বর্ষণ হয়েছিলো। অপরদিকে, ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতের আঘাতে এক কন্যা তরুনীর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আঝোইড় গ্রামে। মৃত তরুনী ওবায়দুল রহমানের কন্যা। ওই কন্যা শিশুর বয়স ১২ বছর। উল্লেখ্য, ঝড় বৃষ্টি বা আকাশে কালো মেঘ উঠলেই আতঙ্কিত হয়ে পড়ে মানুষ। বিগত দিনগুলোতে বহু মানুষ বজ্রপাতে নিহত হয়েছে এবং হচ্ছে শিবগঞ্জসহ চাঁপাইনবাবগঞ্জ জেলায়। সবশেষ আজকেও ঝরে গেলো ১ কৃষক ও ১ কন্যা শিশুর প্রাণ। কাজেই বেশি বেশি বৃক্ষ রোপনের বিকল্প নেই। যে হারে আম বাগান কেটে ধ্বংস হচ্ছে তাতে বজ্রপাতের ঝুঁকিও বাড়ছে। তাল গাছ, সুপারি গাছসহ লম্বা গাছও লাগাতে হবে।