বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের মেধাবী শিক্ষার্থী ও পৌর এলাকার টিকরামপুর আদর্শ মহল্লার সাব্বিরকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদ।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আগে প্রকাশ্যে হত্যাকারীর ফাসি দাবিতে বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা।
ঘন্টাব্যাপী মানববন্ধনের বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিম আলী, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল খালেক, নিতহ সাব্বিরের পিতা মনিরুল ইসলাম, মাতা সেফালী বেগম ও হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজমল হক মামুনসহ অনেকেই।
মানববন্ধনের বক্তারা বলেন, গেলো ১৫ জুলাই শুক্রবার বিকেলে টিকরামপুর এলাকায় সাব্বিরকে ধারালো অস্ত্র দিয়ে সবুজ, সাদিকুল, সুরাত, নুর সালাম ও সুরাজ আলী প্রকাশে হত্যা করে।
তারা আরো বলেন, চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাসির দাবি উঠে আসে মানববন্ধন থেকে। হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে না আসলে আগামীতে কঠোর কর্মসূচীর ঘোষণা দেয় ছাত্র অধিকার পরিষদসহ নিহত সাব্বিরের পরিবার, সহপাঠি ও শিক্ষকরা। আগামীতে যেন সাব্বিরের মতো আর কাউকে এ নির্মম হত্যার স্বীকার হতে না হয়।