মোঃ হারুন অর রশিদঃ চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন সহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল (১ সেপ্টেম্বর ২০২১) ইং তারিখ দুপুর ১২:৪৫ মিনিটে চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ ধানাধীন রাণীহাটি বাজারের জনৈক মোস্তাফার মার্কেটে আব্দুল কাদের এর মোবাইল দোকানের সামনে গলি পথে অভিযান পরিচালনা ১ কোটি ৮৪ লাখ টাকা মূল্যের ১ কেজি ৮৪০ গ্রাম হেরোইন সহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ সুমন ইসলাম (২৩), কে হাতেনাতে আটক করে।আটক মাদক ব্যবসায়ী জেলার শিবগঞ্জ থানাধীন ১৬ নং ছত্রাজিতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রাধাকান্তপুর গ্রামের মোঃ মাইনুল ইসলামের ছেলে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।