নয়ন ঘোষ : চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫, রাজশাহী কর্তৃক ২ কেজি গাঁজা উদ্ধারসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। আটককৃত হলো, নাম সোহাগ ইসলাম (২৩)।শিবগঞ্জ থানার ছত্রাজিৎপুর ইউপির বহেলাবাড়ী গ্রামের শরিফুল ইসলাম ছেলে। বৃহস্পতিবার রাতে র্যাব জেলার শিবগঞ্জ ধানাধীন ১৫নং নয়লাভাঙ্গা ইউনিয়নের রাণীহাটি বাজারস্থ ওয়ার্ড নং-০৫ মতি টি স্টলের সামনে অভিযান চালিয়ে গ্রেফতার করে। এসময় তার হেফাজত হতে ২(দুই) কেজি গাঁজা, মোবাইলসেট-০১টি এবং সীমকার্ড-০১টি উদ্ধার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিনযাবৎ গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটক আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় ০১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব। RAB- কে তথ্য দিয়ে সহায়তা করুন অবৈধ মাদক মুক্ত সমাজ গড়ুন।