মোঃ হারুন অর রশিদঃ চাঁপাইনবাবগঞ্জে ২ কোটি টাকা মূল্যের হেরোইন সহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৫,রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল,গোপন সংবাদের ভিত্তিতে, কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান ও স্কোয়াড কমান্ডার মোঃ ওমর আলীর নেতৃত্বে গত ২২/০৯/২০২১ ইং তারিখ রাত্রি ৯:৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ৪নং মোবারকপুর ইউনিয়নের লক্ষীপুর কালিনগর গ্রামের (ওয়ার্ড নং-০৪) মতিবাজারস্থ জনৈক হেলাল এর কিটনাশক ঔষুধের দোকানের সামনে অভিযান পরিচালনা করে ২ কেজি হেরোইন সহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ মতিউর রহমান (৪৫) কে হাতেনাতে গ্রেফতার করে।আটক মাদক ব্যবসায়ী জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বালিয়াদিঘী কলোনী পাড়ার মোঃ মকবুল হোসেনের ছেলে।ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।