এসএম রুবেল : চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মলিক গ্রুপের নির্বাচন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে আমিনুল ইসলাম সেন্টু সভাপতি ও হামিদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শহরের বিশ্বরোড মোড়ে অবস্থিত জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন স্বাক্ষরিত নির্বাচনী ফলাফলের একটি কপি সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে ওই ফলাফলে দেখা গেছে এ নির্বাচনে- সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. তাজুল ইসলাম, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আব্দুল কাদের, যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্রী মনতোষ কুমার চক্রবর্তী, সহ-সম্পাদক পদে মো. আব্দুর রাকিব, কোষাধ্যক্ষ পদে মো. ইব্রাহীম আলী, সাংগঠনিক সম্পাদক পদে নাসিমুল হক শাহীন ও দফতর সম্পাদক পদে গাজী মো. আল মামুন নির্বাচিত হয়েছেন। শ্রী,মনতোষ কুমার চক্রবর্তী,বক্তব্য অভিযোগ পাওয়া গেছে এটি সুষ্ঠু নির্বাচন হয়নি বলে সাংবাদিকদের জানান।