বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা : বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনায় চুক্তি স্বাক্ষর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কঠিন ও পচনশীল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিক ও টেকসই পদ্ধতিতে পরিচালনার লক্ষে বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও এসডিসি অ্যাগ্রো লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।
সোমবার সকালে জেলাশহরের শহীদ সাটু কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ।
সূচনা বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশিদ। বক্তব্য দেন— সাসটেইনেবল আরবান ওয়াটার সাইকেলস প্রজেক্ট (এসএনভি)’র ক্লাস্টার কো-অর্ডিনেটর রেজাউল হুদা মিলন।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পৌর এলাকার বিদ্যমান বর্জ্য ব্যবস্থাপনার চিত্র, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টাউন প্ল্যানার ইমরান হোসেন, এসএনভি’র প্রজেক্ট ম্যনেজার তানভির আহমেদ চৌধুরী ও এসডিসি অ্যাগ্রো লিমিটেডের পরিচালক খোন্দকার হামিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন— এসডিসি’র ব্যবস্থাপনা পরিচালক কাজী আশরাফুল হাসান, সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাবুদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ মো. জহুরুল ইসলামসহ অন্যরা।
তারা বর্জ্য ব্যবস্থাপনায় জনস্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা ও টেকসই নগর ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেশুর রহমান, টিএলসি ও সিটিজেন প্ল্যাটফর্মের প্রতিনিধি, পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চুক্তি স্বাক্ষর পর্বে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও এসডিসি অ্যাগ্রো লিমিটেডের মধ্যে আনুষ্ঠানিকভাবে কঠিন ও পচনশীল বর্জ্য সংগ্রহ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ ও ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার চুক্তি সম্পন্ন হয়। এ কার্যক্রমের আওতায় বর্জ্য পৃথকীকরণ, পরিবেশবান্ধব প্রক্রিয়াজাতকরণ এবং পুনঃব্যবহারযোগ্য বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ বলেন, “এই চুক্তির মাধ্যমে পৌর এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল হবে। নাগরিকদের সহযোগিতা থাকলে আমরা একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে পারব।”
উল্লেখ্য, এ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমটি ‘বাংলাদেশে নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর প্রকল্প’র আওতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে সাসটেইনেবল আরবান ওয়াটার সাইকেলস প্রজেক্ট (এসএনভি)।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com