বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ শহর ও শিবগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫৩তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকালে সড়ক জনপথ বিভাগের কার্যালয় চত্বরে শহীদি স্থানে স্মৃতিসৌধে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিদেবন করেন— জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তরিকুল ইসলাম, পুলিশ সুপার রেজাউল করিম ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদসহ অন্যান্য কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলমসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমানসহ অন্যরা।
অন্যদিকে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আয়োজনে ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের সমাধিস্থল ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও মোনাজাত করা হয়।
সোনামসজিদ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, জেলা পুলিশ সুপার রেজাউল করিম, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান-আল-ইমরান।
এ সময় উপস্থিত ছিলেন— শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বজলার রহমান সনুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং শিবগঞ্জ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধাগণ।
এছাড়াও ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হারুনুর রশীদসহ বিএনপি নেতৃবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা : চাঁপাইনবাবগঞ্জে বিনম্র শ্রদ্ধায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫৩তম শাহাদতবার্ষিকী পালন করেছে প্রথম আলো বন্ধুসভা। শনিবার সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচর মহল্লায় মহানন্দা নদীর তীরে সড়ক ও জনপথ বিভাগের কার্যালয় চত্বরে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতিসৌধ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
এসময় সেখানে বন্ধুসভার বন্ধুদের নিয়ে মহিউদ্দিন জাহাঙ্গীর স্মরণে কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আরাফাত মিলেনিয়ামের সভাপতিত্বে মহিউদ্দিন জাহাঙ্গীরের বীরত্বগাঁথা ও মহান মুক্তিযুদ্ধের আদর্শ-চেতনা বিষয়ে কথা বলেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। বক্তব্য দেন বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর।
এসময় উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা মতিউর রহমান, বইমেলা সম্পাদক ওজিফা খাতুন, প্রচার সম্পাদক উম্মে কুলসুম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, সাংস্কৃতিক সম্পাদক আরেফিন অপু, কার্যকরী সদস্য সোনিয়া খাতুন, বন্ধু নাফিউল হাসান, সাকিব হাসান, জোবায়ের আলী, উৎস, আলী আসার দীপ।