বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে চাঁপাইনবাবগঞ্জ জেলার মালিকদের বাস সড়কে চলতে পারছে না বলে অভিযোগ করেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। ট্রাক, লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি, হামলাসহ এই অভিযোগ করা হয়।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার পৌর এলাকার হরিপুরে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমাত। এসময় সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের অসহযোগিতার বিষয়েও অভিযোগ করেন।
আব্দুর রউফ জুলমাত বলেন, ট্রাক, লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতারা কাউন্টার দখল ও রশিদ জালিয়াতির মাধ্যমে গত পাঁচ দিন ধরে শুধুমাত্র রাজশাহী জেলার পরিবহন মালিকদের বাস চলতে দিচ্ছে। ফলে চাঁপাইনবাবগঞ্জ জেলার পরিবহন শ্রমিক ও মালিকরা এ ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে করে মোটর শ্রমিক ইউনিয়নের পাঁচ শতাধিক সদস্য সংকটে পড়েছে।
তিনি আরো বলেন, সরকারে নিদের্শনা বাস্তবায়নে তারা কোন সহযোগিতা পাচ্ছেন না।
বরং তারা প্রতি পদে পদে দুর্নীতি, হামলা ও বৈষম্যের শিকার হচ্ছেন। এ সময় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সব অভিযোগের শান্তিপূর্ণ সমাধানের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারী, শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট উপ-কমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, সানাউল্লাহ সানু প্রমূখ।