বিডি ঢাকা অনলাইন ডেস্ক: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা
পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী
ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত মাদক, জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী,
ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২৩
আগস্ট ২০২২ ইং তারিখ ২৩:০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন
১৩নং ওয়ার্ডের মহানন্দা ব্রীজের টোল প্লাজার দক্ষিন পাশের্^ সড়ক ও জনপদ অফিস গামী পাঁকা রাস্তার
উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্বে¡¡ একটি অবৈধ অস্ত্র উদ্ধার
অভিযান পরিচালনা করে (ক) ওয়ান শুটার গান-০১টি, (খ) বিদেশি পিস্তল-০১টি, (গ) ম্যাগাজিন-০২টি, (ঘ) গুলি-
০৫ রাউন্ড, (ঙ) মোবাইল ফোন-০১টি এবং (চ) সীমকার্ড-০১টি সহ আসামী ১। মোঃ আল আমিন (৩০) পিতা-
মোঃ আকালু, মাতা- মোসাঃ চেমেলী @ চামেলী বেগম, গ্রাম- চাঁপাইমহেশপুর, ইউপি-গোবরাতলা, থানা ও জেলা –
চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে
সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে অস্ত্রটি সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ
হেফাজতে রেখে বহন করার সময় র্যাবের অপারেশন টিম দ্বারা ধৃত হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
বিশেষ দ্রষ্টব্য ঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি টিভি স্ক্রলে প্রদর্শনের জন্য সকল ইলেকট্রনিকস্
মিডিয়া’কে অনুরোধ করা হলো