বিডি ঢাকা অনলাইন ডেস্ক
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা
পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী
ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক,
ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ হেরোইন এর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২৯ মার্চ
২০২৩ ইং তারিখ ১৭:০০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী উজানপাড়া
বাইপাস মোড়স্থ হাজি সুপার মার্কেট এর তাপস জুয়েলার্স এর সামনে ফাঁকা জায়াগা হতে কোম্পানী অধিনায়ক
লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল
ইসলাম এর নেতৃত্বে¡¡ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) হেরোইন-৭৬১(সাতশত একষট্টি)
গ্রাম হেরোইন সহ আসামী ১।
েেমাঃ শফি ফকির (৩২), পিতা-মৃত মাহাবুবুল আলম, সাং-৫নং ঘাট আশরাফুল মামুর মাজার, থানা-খুলনা সদর
(কেএমপি), জেলা-খুলনা’কে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত আসামি খুলনার সদর থানার বাসিন্দা এবং রাজশাহীর অলি ফকিরের
মাজারে নিয়মিত যাতায়াত রয়েছে। এ প্রেক্ষিতে সে মাজারের দরবেশ ছদ্মবেশে থাকে। ঘটনার দিন উল্লেখিত
এলাকায় মাদক সংগ্রহের উদ্দেশ্যে আগমন করে। এ সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে ধৃত আসামী মাদক
সংগ্রহ করতঃ ব্যাটারি চালিত অটোযোগে রাজশাহী ফেরার পথে কোম্পানীর আভিযানিক দল তাকে হাতেনাতে
আটক করে।
উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য ঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি টিভি স্ক্রলে প্রদর্শনের জন্য সকল ইলেকট্রনিকস্
মিডিয়া’কে অনুরোধ করা হলো।